আবারও জামিনের আবেদন খারিজ হয়ে গেল বলিউডের মহাতারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। মাদক মামলায় আপাতত জেলেই থাকতে হবে তাঁকে।
আরিয়ান খান কি আর্থার রোড জেল থেকে মন্নতে ফিরবেন? নাকি জেলেই থাকতে হবে তাঁকে? এই নিয়ে রীতিমতো উত্তেজনা ছিল দেশজুড়ে। বুধবার সেই রায় ঘোষণা করল মুম্বইয়ের NDPS আদালত।ফের খারিজ হয়ে গেল শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আর্জি
Aryan Khan: শাহরুখ পুত্রের জামিনের আবেদনের শুনানি আজ
দু-দফা এনসিবি হেফাজতে থাকবার পর গত ৭ই অক্টোবর আরিয়ান খানকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকে আর্থার রোড জেলেই ছিলেন আরিয়ানের।
আরিয়ান খানের জামিনের আবেদনের মামলা এদিন তালিকায় ২২ নম্বর স্থানে ছিল মুম্বইয়ের NDPS আদালতে। গত বৃহস্পতিবার আরিয়ান খানের জামিনের আর্জির শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক ভি ভি পাটিল। দশেরার ছুটির শেষে বুধবারই শুরু হয়েছে আদালতের কার্যক্রম। প্রথম দিনই মহাগুরুত্বপূর্ণ রায় দিল আদালত।