অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, শনিবার আর্থার রোড জেল থেকে বাড়ি ফিরবেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এদিন সকালেই বাড়ি ফেরার কথা তাঁর। জামিন মিললেও শুক্রবার পদ্ধতিগত জটিলতার জন্য বাড়ি ফেরা হয়নি আরিয়ানের।
বৃহস্পতিবার আদালত আরিয়ান খানের জামিন মঞ্জুর করলেও জামিনের বিস্তারিত রায়ের প্রতিলিপি জারি করেনি বম্বে হাইকোর্ট। শুক্রবার দুপুর গড়িয়ে যাওয়ার পর সামনে আসে আরিয়ানের জামিনের শর্ত। সেই বেল কনডিশন পূরণ করতে সবরকম ব্যবস্থা আগেভাগেই সাজিয়ে রেখেছিলেন আরিয়ানের আইনজীবীরা। তৈরি ছিল নগদ এক লক্ষ টাকা, সিউরিটি সার্টিফিকেট থেকে সিউরিটি হিসাবে জুহি চাওলার উপস্থিতি- কোথসও কোনও খামতি ছিল না কিন্তু তা সত্ত্বেও সময়মতো সমস্ত আইনি প্রক্রিয়া সেরে উঠতে পারেননি সতীশ মানেশিন্ডে।
Aryan Khan : শুক্রবারও ঘরে ফেরা হল না আরিয়ানের, আরও এক রাত থাকতে হবে জেলে
কারাগারের নিয়ম রয়েছে, বিকাল ৫.৩০-টার পর কোনও অভিযুক্তের জামিনের কাগজ গ্রহণ করে না তাঁরা। কারণ সূর্যাস্তের পর বন্দিদের মুক্তি দেওয়ার নিয়ম নেই। এদিন সময়ের বিরুদ্ধে দৌড়েছেন আরিয়ানের আইনজীবীরা, তবে আর্থার রোড জেলের জমানত বক্স নিয়মমাফিক বন্ধ করে দেওয়া হয় বিকাল সাড়ে পাঁচটায়। সেই কারণেই শুক্রবার রাতটাও জেলেই কাটাতে হল স্টার কিড আরিয়ানকে।