রাত পোহালে ২৪ বছরের জন্মদিন। তার আগেই সাপ্তাহিক হাজিরা দিতে এনসিবি দফতরে শাহরুখ খান পুত্র আরিয়ান খান (Aryan Khan)। হলুদ টি শার্টের ওপর জড়ানো কালো জ্যাকেট, সবুজ কার্গো প্যান্ট, এভাবেই মুম্বইয়ের এনসিবি (NCB) দফতরে গেলেন আরিয়ান, সঙ্গে তাঁর দেহরক্ষী।
মুম্বই ক্রুজ কাণ্ডে জামিনের সময় আরিয়ান খানকে শর্ত দেওয়া হয়েছিল প্রতি শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টোর মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে এনসিবি র দফতরে।
ওয়াংখেড়েকে সরানোর অভিযোগ নাকচ এনসিবির, তদন্তে দিল্লির স্পেশাল টিম
ড্রাগ কাণ্ডে গ্রেফতার হওয়ার পর টানা ২২ দিন জেলে থাকার পর ৩০ অক্টোবর জামিন পেয়ে মন্নত যান আরিয়ান। বম্বে হাইকোর্টের পাঁচ পাতার জামিনের নির্দেশে ১৪ টি শর্তের উল্লেখ ছিল। শর্ত মাফিক আরিয়ানকে এনসিবি -র কাছে জমা রাখতে হয়েছে পাসপোর্ট, অনুমতি ছাড়া মুম্বইও ছাড়তে পারবেন না আরিয়ান।