দ্বিতীয়দফার ভোট প্রচারের শেষ মুহূর্তে ময়নায় প্রচার সেরে ফেরার পরে আক্রান্ত বিজেপি প্রার্থী ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। মঙ্গলবার দুপুরে তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। ইটের আঘাতে তাঁর গাড়ির কাচ ভেঙে যায়। ইট লাগে দিন্দার পিঠেও। কোনওরকমে গাড়ির সিটের পিছনে আশ্রয় নিয়েছিলেন তিনি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।