একে করোনায় রক্ষে নেই, তার ওপর কি এবার ডেঙ্গুর হানা কলকাতায়? এ প্রশ্ন মাথায় আসা স্বাভাবিক। কারণ ইতিমধ্যেই কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ৪০০ জন। কিন্তু যাবতীয় আশঙ্কার কথা উড়িয়ে দিলেন কলকাতা কর্পোরেশনের প্রশাসকমন্ডলীর সদস্য অতীন ঘোষ। তিনি একেবারে অঙ্কের হিসেব কষে দেখান শুনতে এই ৪০০ সংখ্যাটা বেশি মনে হলেও কলকাতার জনঘনত্বের কাছে কিছুই নয়।
বাইটঃ অতীন ঘোষ, পুরপ্রশাসকমন্ডলীর সদস্য
পুজোর চারদিন বাদ দিয়ে সব সময়ের জন্যেই কলকাতা কর্পোরেশন যে এই বিষয়গুলির ওপর নজর রেখেছে, তাও জানান তিনি। এর পাশাপাশি তিনি জানান, করোনার ফলে মানুষ ঘরবন্দী থাকায় একদিক দিয়ে সুবিধে হয়েছে। কারণ এর ফলে প্রত্যেকটি বাড়ির সদস্যরা নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার রেখে কলকাতা কর্পোরেশনের কর্মীদের সহযোগিতা করেছেন। তিনি আরও জানান, আবার নতুন করে শুরু হবে বাড়ি বাড়ি ডেঙ্গু দমনের কাজ।