আর মাত্র একটি দিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে দেশের শ্রেষ্ঠ ফুটবল লিগ। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম ম্যাচেই মাঠে নামবে কলকাতার এক প্রধান। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।
আইএসএল-এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে অভাবনীয় সিদ্ধান্ত নিলেন এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। জানিয়ে দিয়েছেন, দলীর সংহতি বাড়াতে আসন্ন মরসুমে তিনি তিনজনকে অধিনায়ক করতে চলেছেন। গোটা মরসুমে ঘুরিয়ে-ফিরিয়ে অধিনায়ক করা হবে এই তিন ফুটবলারকে।
আরো পড়ুন: ISL 2021: মোড়ে মোড়ে কাট-আউট, আইএসএলের বোধনের আগে সেজে উঠছে শহর
হাবাসের বেছে নেওয়া ফুটবলারের মধ্যে রয়েছেন দুই বাঙালি। এঁরা হলেন প্রীতম কোটাল (Pritam Kital) এবং শুভাশিস বসু (Subhasish Bose)। পাশাপাশি রয় কৃষ্ণকেও (Roy Krishna) নেতৃত্বের দায়িত্বে দেখা যাবে। কৃষ্ণ এবং প্রীতম আগের মরসুমেও অধিনায়কত্ব করেছেন। এই মরসুমে অতিরিক্ত অধিনায়ক হলেন শুভাশিস।