চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) বিরুদ্ধে আটকে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আইএসএলে শনিবার ১-১ ব্যবধানে শেষ হল ম্যাচ। ড্র করে হাবাস ব্রিগেডের কাছে টুর্নামেন্ট কঠিন হয়ে গেল।
চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে শনিবার প্রথমে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না এটিকে মোহনবাগান। ১৮ মিনিটে রয় কৃষ্ণার থ্রু থেকে দারুণ গোল করে টিমকে এগিয়ে দেন লিস্টন কোলাসো (Liston Collaco)। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতা ফেরায় চেন্নাইয়িন এফসি। ৪৫ মিনিটে চেন্নাইয়িনের হয়ে গোল করলেন কোমান (Koman)। দ্বিতীয়ার্ধে গোল পায়নি কোনও দল। ড্র করেই সন্তুষ্ট থাকতে হল হাবাস ব্রিগেডকে।
এদিন টিমে তিনটি পরিবর্তন করেন কোচ হাবাস। এই মরশুমে প্রথমবার সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামেন তিরি। গোলে আসেন অমরিন্দর সিং। আইএসএলে ১০০ ম্যাচ খেলার নজির গড়লেন এটিকেএমবির এই গোলকিপার।