পরপর দুটি ম্যাচে হার এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। সোমবার জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে ২-১ ব্যবধানে হারল হাবাস ব্রিগেড। এই ম্যাচ জিতে আইএসএল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে গেল জামশেদপুর। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে নামল এটিকে মোহনবাগান।
জামশেদপুরের হয়ে খেলার ৩৭ মিনিটে প্রথম গোল করেন লেন ডঙ্গেল। ৮৪ মিনিটে দ্বিতীয় গোল করে টিমকে এগিয়ে দেন জামশেদপুরের স্ট্রাইকার লিমা। ৮৯ মিনিটে এটিকে মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন প্রীতম কোটাল (Pritam Kotal)।
এদিন এটিকে মোহনবাগানে প্রথম থেকে ছিলেন আশুতোষ মেহতা ও সুমিত রাঠি। হলুদ কার্ড দেখেন টিমের স্ট্রাইকার রয় কৃষ্ণা। কয়েকটি গোলের সুযোগও মিস করেন তিনি।