শনিবার আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান (ATKMB)। এই ম্যাচ জিতে হারের হ্যাটট্রিক বাঁচাতে চান কোচ অ্যান্তেনিও লোপেজ হাবাস (Antonio Habas)। দলের রণকৌশল বদলে জয়ে ফিরতে চাইছে এটিকে মোহনবাগান।
চার ম্যাচে এটিকে মোহনবাগানের পয়েন্ট সংখ্যা ছয়। শেষ দুই ম্যাচে হারার পর দেওয়ালে পিঠ ঠেকে গেছে টিমের। শনিবার চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রথম একাদশ কেমন হবে, তা নিয়ে শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন হাবাস। অনুশীলনের পর রয় কৃষ্ণাদের (Roy Krishna) সঙ্গে আলাদা করে কথা বলেছেন এটিকে মোহনবাগান কোচ। বদল আনতে পারেন টিমের রক্ষণেও।
তিন ম্যাচে সাত পয়েন্ট তুলে নিয়ে ভালো ফর্মে আছে চেন্নাইয়িন এফসি। ভালো ফর্মে আছেন ফুটবলাররা। এই টিমের বিরুদ্ধে হারলে পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে পড়বে এটিকে মোহনবাগান।