দীর্ঘ প্রতীক্ষার পর সামনে এল 'আতরঙ্গি রে'-(Atrangi re)র ফার্স্ট লুক। একে একে সারা আলি খান (Sara Ali Khan), দক্ষিণী ছবির তারকা ধনুশ( Dhanush) এবং নিজের ফার্স্ট লুক শেয়ার করলেন অক্ষয় কুমার (Akshay Kumar)।
বলিউডের যে ক'টি ছবি নিয়ে এখন জোর আলোচনা, তার মধ্যে অবশ্যই 'আতরঙ্গি রে'। ছবিতে সারার চরিত্রের নাম রিঙ্কু, আর ধনুশের নাম বিষ্ণু।
খুব শিগগির ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে 'আতরঙ্গি রে'। রাঞ্ঝানার পর আনন্দ এল রাইয়ের সঙ্গে আবার কাজ করছেন ধনুশ। সারা-ধনুশের সঙ্গে খিলাড়িরও প্রথম ছবি এটাই।