বলিউডে বহু দিন থেকেই চর্চায় রয়েছে অক্ষয় কুমার(Akshay Kumar), সারা আলি খান(Sara Ali Khan) এবং ধনুশ(Dhanush) অভিনীত ছবি 'আতরঙ্গি রে'(Atrangi Re) । ইতিমধ্যেই ছবির গান থেকে ট্রেলার দর্শকদের প্রশংসা পেয়েছে । এরই মধ্যে মুক্তি পেল ছবির নতুন গান 'গর্দা'(Garda)-র টিজার । এই গানে জাদুকরের ভূমিকায় দেখা গিয়েছে অক্ষয়কে ।
অক্ষয় কুমার তাঁর ইনস্টাগ্রামে 'গর্দা' গানের টিজারটি শেয়ার করেছেন । সেইসঙ্গে এই নতুন গানের মুক্তির তারিখও ঘোষণা করেছেন তিনি । অক্ষয় জানিয়েছেন, 'গর্দা' গানটি ১৪ ডিসেম্বর মুক্তি পাবে ।
২৪ ডিসেম্বর, ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে 'আতরঙ্গি রে' । রাঞ্ঝানার পর আনন্দ এল রাইয়ের সঙ্গে আবার কাজ করছেন ধনুশ । সারা-ধনুশের সঙ্গে অক্ষয়েরও প্রথম ছবি এটাই ।