সোনারপুরের চাঁদমারি এলাকায় পুরসভাকে বেআইনি নির্মানের (illegal construction) অভিযোগ জানানোয় এক দম্পতির উপর হামলার চেষ্টা। অভিযোগ, হেনস্থা করা হয় পেশায় শিক্ষিকা বাড়ির গৃহকত্রীকেও। বাড়িতে ঢুকে হামলার চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
চাঁদমারি এলাকায় রাস্তার উপরেই বেআইনি নির্মান চলছিল বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দা তপনকান্তি জোতদার বিষয়টি লিখিতভাবে পুরসভাকে জানায়। অভিযোগ পেয়েই পুরসভা কাজ বন্ধ করে দেয়। এই বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান জানান পুরসভার পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। বেআইনী কাজের সাথে যেই যুক্ত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কাজ বন্ধ হতেই গতকাল প্রমোটার অনুপ চ্যাটার্জীর সহযোগী পার্থ মন্ডল তপনকান্তি জোতদারও তার স্ত্রী পেশায় শিক্ষিকা জয়শ্রী জোতদার এর উপর তাদের বাড়িতে ঢুকে হামলার চেষ্টা করে বলে অভিযোগ। এরপর থেকেই আতঙ্কে গোটা পরিবার।