ব্রিসবেনে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টেস্টে (First Test) চতুর্থ দিনেই নয় উইকেটে জয় অস্ট্রেলিয়ার (Australia)। টেস্টে ৪০০ উইকেট তুলে নিলেন অসি বোলার নাথান লিয়ন (Nathan Lyon) । অ্যাসেজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
প্রথম নেতৃত্ব দিয়েই অস্ট্রেলিয়াকে বড় সাফল্য এনে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root) ও দাউইদ মালানের (Dawid Malan) ইনিংসে বড় রানের লক্ষ্যে এগোচ্ছিল ইংল্যান্ড। রুট ৮৯ রান করেন ও মালানের ব্যাট থেকে আসে ৮২ রানের ইনিংস। চতুর্থ দিন সকালে এই দুজনের উইকেট পড়তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। চার উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ান বোলার নাথান লিয়ন।
চতুর্থ দিন লাঞ্চের আগে ২৯৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে মাত্র ২০ রানের টার্গেট তাড়া করে টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া।
১৬ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।