অ্যাসেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৭৫ রানে হারাল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে দিনরাতের টেস্টে এই নিয়ে নয়বার জয় পেল অসি ব্রিগেড। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম।
দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৮৬ রান। পঞ্চম দিনের শুরুতে চার উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ইংল্যান্ডের রান ছিল ৮২। এদিন শুরুতেই উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড টেস্ট ড্র করার মরিয়া চেষ্টা করলেও ব্যর্থ হয়। ২০০ বল খেলে মাত্র ২৬ রান করেন জোস বাটলার। অস্ট্রেলিয়ার বোলিং দাপটে গুটিয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ।
আরও পড়ুন: প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারাল অস্ট্রেলিয়া, অ্যাসেজে এগোলেন কামিন্সরা
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, অ্যাসেজের বাকি তিনটি টেস্টেও ১৫ জনের দল অপরিবর্তিত থাকবে। জোশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স দ্বিতীয় টেস্টে বাদ পড়েছিলেন। তৃতীয় টেস্টে টিমের সঙ্গে যোগ দেবেন তাঁরা।