বেড়ে গেল মেট্রোরেলের স্মার্ট কার্ডের (Metro Smart Card) সিকিউরিটি ডিপোজিট (Smart Card Security Deposit)। ১০০ টাকা থেকে বেড়ে হল ১২০ টাকা। স্মার্ট কার্ড ফেরত দিলে আগে মিলত ৬০ টাকা। তবে এবার থেকে স্মার্ট কার্ড ফেরত দিলে মিলবে ৮০ টাকা। আগামী রবিবার থেকে নতুন নিয়ম কার্যকর হবে ।
করোনা (Covid Situation) পরিস্থিতিতে দীর্ঘ দিন পরিষেবা বন্ধ থাকার পর নতুন করে মেট্রো চালু হলেও টোকেন ব্যবস্থা এখনও বন্ধ, মেট্রোয় উঠতে গেলে স্মার্ট কার্ডই বাধ্যতামূলক।
আগামী ১৫ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে প্রথম মেট্রো চলাচল শুরু হবে সকাল সাড়ে ৭ টার পরিবর্তে ৭টা থেকে।