বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার নামী মণ্ডপ গুলোয় শুরু হয়ে গিয়েছিল দশমী পুজো। তবে এ'বছর কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মা দুরগার বরণের পর সিঁদুর খেলা আদৌ হবে কিনা, সেই নিয়ে ছিল সংশয়। মুদিয়ালি ক্লাবে সিদুর খেলা হল শেষমেশ। তবে ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখালে তবেই অনুমতি মিলল সিঁদুর খেলার।
কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হয়েছে দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের মণ্ডপ। রাজস্থানি শিল্পকলা মণ্ডপজুড়ে, প্রতিমায় সাবেকি সাজ। ৮৭ তম বর্ষে মুদিয়ালি ক্লাবের থিম ছিল, পুজোর জন্য পুজো।