মঙ্গলবার সন্ধেয় জাতির উদ্দেশে করোনা নিয়ে ভাষণে মোদী বারবার বলেন, লকডাউন একেবারে শেষ অস্ত্র, এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। পরিযয়ী শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই, তাঁরা কাজ হারাবেন না। সকলকে তিনি যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেন। তবে বিষয়টি নিয়েই সোচ্চার হয়েছে বিরোধী দলগুলির প্রতিনিধিরা। সিপিএম, কংগ্রেস থেকে তৃণমূল ... বিভিন্ন দলের নেতারা স্পষ্টতই বার্তা দিয়েছেন, প্রধানমন্ত্রী, ঘরে থাকার বার্তা দিচ্ছেন, কিন্তু তাঁর দলের লোকেরাই তা মানবে কি?
তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায় বলেন, '' এতদিন পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রচার সেরে নরেন্দ্র মোদি যে করোনা নিয়ে ভাবার সময় পেয়েছেন এটাই আনন্দের ! প্রধানমন্ত্রীর করোনা-ভাষণ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বললেন, ' প্রধানমন্ত্রীকে প্রশ্ন , তিনি এক বছর সময় পেলেন, তাতে উনি মন্দির বানিয়েছেন , ঘুরেছেন কিন্তু একটা হাসপাতালে ভিজিট করেছেন কি? এই অবস্থার জন্য দায় , যারা সরকার পরিচালনা করছে তাদের । বললেন সুজন । প্রধানমন্ত্রীর ভাষণের পর কার্যত শাণিত আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর এখন জ্ঞান দেওয়ার ইচ্ছে হয়েছে, তাই উনি দিয়েছেন। আগে প্রধানমন্ত্রী এবং তার পার্টি প্রচারের কাজে ইতি টানুক, মিটিং বাতিল করুক ! '