করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে গোটা বিশ্বে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভাইরাসের সঙ্গে লড়তে সারা বিশ্বের মূল অস্ত্র এখন প্রতিষেধক। তবে অধিকাংশ টিকাই ১৮ ঊর্ধ্বদের জন্য। এ বার ১২ থেকে ১৫ বছয় বয়সীদের জন্য ফাইজ়ারের টিকাকে ছাড়পত্র দিল মার্কিন ড্রাগ অনুমোদন সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এর আগে ১৬ বছরের ঊর্ধ্বে ফাইজ়ারের টিকায় অনুমোদন ছিল। নতুন সিদ্ধান্তের ফলে ১২ বছরের ঊর্ধ্বে যে কেউ ফাইজ়ারের করোনা টিকা নিতে পারবেন। গত বছরের মার্চ থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত সে দেশে ১১ থেকে ১৭ বছর বয়সী করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ।