দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হয়েছে মঙ্গলবার। তারপরেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে অন্যান্য দফার প্রচার। আজ বুধবার শহরে গেরুয়া শিবিরের হয়ে প্রচারে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং স্মৃতি ইরানি। হুগলীর ধনিয়াখালি আর হাওড়ার লিলুয়া ওয়র্কশপে জনসভা করবেন নড্ডা। এছাড়া মাসিনান থেকে পুরশুড়া পর্যন্ত নড্ডার রোড শো রয়েছে এদিন দুপুরে। বিকেলে রয়েছে সাংগঠনিক সভা। একই দিনে শ্যামপুর, বাগনান, মন্দিরবাজার আর তারকেশ্বরে জনসভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।