করোনা পরিস্থিতিতে বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের। Covid 19 টিকাকরণের তৃতীয় পর্যায়ের পলিসি বাতিলের দাবি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার। পরিবর্তে অভিন্ন টিকা নীতি বাস্তবায়িত করার আর্জি জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ভ্যাকসিনের ঘাটতি দেখা যাচ্ছে। অবিলম্বে, বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থার জন্য আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, করোনা আবহে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আরও অক্সিজেনের প্রয়োজন, এই মর্মে এবার মোদীকে চিঠি লিখলেন মমতা। চিঠিতে মমতা লিখেছেন, 'বাংলায় করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বাড়ছে। বাংলায় রোজ ৫৮০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন, সেখানে মাত্র ৩০৮ মেট্রিক টন অক্সিজেন মিলছে।'