২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিম জে-সেওক পুরস্কার পেল অপর্না সেন পরিচালিত ছবি দ্য রেপিস্ট। সপ্তাহ কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল ছবির অফিশিয়াল ট্রেলার। তারপর থেকেই আলোচনায় ছিল দ্য রেপিস্ট।
কঙ্কনা সেন শর্মা ছবিতে রেপ ভিক্টিমের ভূমিকায়। সঙ্গীর ভূমিকায় অর্জুন রামপাল। ধর্ষণের পর নিজের ব্যক্তিগত যন্ত্রণা ছাপিয়েও কিছু প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে কঙ্কনার মনে। তাঁর ধর্ষকেরও তো এক হয়ে ওঠা ছিল, শৈশব ছিল। কেমন ছিল সেই শিশুবেলা? কোন অন্ধকার তাঁকে ধর্ষক বানাল? আইন দিয়ে, শাস্তি দিয়ে কতটা দূর করা যাবে সেই অন্ধকার?