আর্থিক জালিয়াতির অভিযোগে সৃজিত-পত্নী রাফিয়াত রাশিদ মিথিলা(Rafiath Rashid Mithila) গ্রেফতার হতে পারেন। গ্রেফতার হতে পারেন তাঁর প্রাক্তন স্বামী তাহসান রহমান খান(Tahsan Rahaman Khan) এবং শবনম ফারিয়া(Shabnam Faria)। একটি ই-কমার্স(E-Commerce) প্রতিষ্ঠানের গ্রাহক এই তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন। মোটা অঙ্কের অর্থ তছরুপের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ই-কমার্সটির কর্তাব্যক্তিরা জেলে গেছেন, এবার জেরা করা হতে পারে মিথিলা-তাহসান-শবনমদের।
৪ ডিসেম্বর ঢাকার ধানমান্ডি(Dhanmandi) থানায় প্রতারণা মামলা দায়ের করেন সাদ স্যাম রহমান নামক এক ব্যক্তি। ধানমন্ডি(Dhanmandi) থানার তরফ জানানো হয়েছে বাংলাদেশের(Bangladesh) বেশকিছু তারকার নাম এই মামলায় যুক্ত রয়েছে। যার মধ্যে রয়েছে সৃজিৎ-পত্নী মিথিলার নামও।
যদিও মিথিলা(Rafiath Rashid Mithila) জানিয়েছেন, কোনও ধরনের আইনি নোটিস তিনি পাননি। এই বিষয়টি সম্পর্কেও তিনি সঠিক ভাবে জানেন না বলেও জানিয়েছেন বাংলাদেশের(Bangladesh) এই চিত্রতারকা।