১০ থেকে ১২টি গ্রামে দলমা হাতির অত্যাচারে নষ্ট হচ্ছে ফসল। লক্ষ্মীপুজোর দিন বনদপ্তরের অফিস ঘেরাও করে অভিযোগ জানাল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সংগ্রামপুরের কয়েকটি গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। সংগ্রামপুর মিটার রেঞ্জ অফিসারকে সঙ্গে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। খুব তাড়াতাড়ি হাতির দলকে বাগে আনা হবে, এ নিয়েও আশ্বস্ত করা হয়।
বিধায়ক ও বনদফতরের আশ্বাস পেয়ে ঘেরাও তুলে নিলেও অভিযোগ জানান গ্রামবাসীরা। তাঁদের দাবি, হাতির অত্যাচারে তাঁদের সারাবছরের ফসল নষ্ট হয়। কিন্তু সেই পরিমাণ ক্ষতিপূরণ পান না বলে দাবি বাসিন্দাদের।