দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর(Bansdroni) সোনালী পার্কে নিজের বাড়ির সামনে মুকেশ সাউ(৪৩) নামক এক ব্যক্তির রক্তাক্ত দেহ(Dead Body) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তাঁর নিজের হাতেই ছিল চপার। ওই ব্যক্তির কাঁধে এবং গলায় ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল,এটি আত্মহত্যা(Suicide)। কিন্তু তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে খুন(Murder) করা হয়েছে। ঘরের ভেতর চপার দিয়েই তাঁকে খুন(Murder) করা হয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন মুকেশ। রাত ১১টা নাগাদ বাড়ি ফেরেন। মঙ্গলবার সকালে সঞ্জয় দেখেন মুকেশ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বাড়ির সামনে। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের(Postmortem) জন্য পাঠায়।
আরও পড়ুন- Bengal Weather Update: দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে আবহাওয়ায় উন্নতি , কলকাতার আকাশও থাকবে পরিষ্কার
পুলিশ(Police) জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় এটা খুন না আত্মহত্যা। তবে আঘাতের ধরন ও জায়গা দেখে মনে করা হচ্ছে পিছন থেকে চপারের কোপ মারা হয়েছে। তাই এটি খুন(Murder) হওয়ার সম্ভাবনাই বেশি।