ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট একটি দেশ বার্বাডোজ (Barbados)। ক্রিকেট ভক্তরা প্রায় সবাই যে দেশের নাম জানেন। সেই বার্বাডোজে (Barbados) এবার অবসান ঘটল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের।
মঙ্গলবার থেকে এই দেশ পুরোপুরিভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হল। বিশ্বের নবতম গণতান্ত্রিক রাষ্ট্র। নতুন এই গণতান্ত্রিক রাষ্ট্রের গভর্নর জেনারেল হলেন স্যান্ড্রা মেসন (Sandra Mason)।
প্রস্তুতি ছিল মাসখানেক আগে থেকেই। অবশেষে, সোমবার মধ্যরাতে এলো সেই মুহূর্ত। চেম্বারলিন ব্রিজে কয়েক হাজার মানুষের হর্ষধ্বনি, একুশবার গান স্যালুট এবং উদাত্ত কণ্ঠে গাওয়া জাতীয় সঙ্গীতের সঙ্গে স্বাধীনতার প্রথম ক্ষণটি উদযাপন করল এই নতুন দেশ।
‘জাতীয় নায়ক’ হিসেবে সম্মানিত হলেন বিশ্ববিখ্যাত গায়িকা তথা এই নতুন রাষ্ট্রের নাগরিক রিহানা (Rihanna)।
৩৯৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর নতুন সূর্যের আলো পড়বে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্ষুদ্র এই রাষ্ট্রের মাটিতে। সে আলো মুক্তির।