দুর্গাপুজোর থিমে একে অন্যকে টেক্কা দিচ্ছে সব ক্লাবই। তবে পরপর দুবছর অন্যরকম থিম করে চমকে দিল বেহালার বড়িশা ক্লাব। গতবার বড়িশার থিম ছিল পরিযায়ী শ্রমিক। আর এবার তাঁদের পুজোর থিমে দেখানো হল এনআরসি। থিমের নাম- "ভাগের মা"।
এবার বড়িশার প্যান্ডেল ভারত ও বাংলাদেশের সীমান্ত। আর সেই সীমান্তের পাশে একটা বিরাট কারাগার। শিল্পীর ভাবনায় সেটাই ডিটেনশন ক্যাম্প। আর সেখানে দুর্গা প্রতিমা কোলে নিয়ে চার ছেলেমেয়ের সঙ্গে বসে আছেন অসহায় এক মা।
পুজোর উদ্যোক্তা দেবপ্রসাদ বসু জানালেন, মেঝে ও এই মহিলার শাড়ির রং একই রাখা হয়েছে। যাতে বোঝা যায়, এনআরসির পর তাঁর জীবন থেকে রং চলে গিয়েছে। তিনি জানান, কেন্দ্র সরকারের কাছে অনুরোধ, এরকম জিনিস যাতে মানুষের জীবনে না আসে। ঘর হারিয়ে মানুষের জীবনে অন্ধকার নেমে আসবে।