দূষণ এড়াতে রবীন্দ্র সরোবরে বন্ধ ছট পুজো। মঙ্গলবার সন্ধে ৬টা থেকে বন্ধ রবীন্দ্র সরোবর (Rabindra Sarovar)। ১১ নভেম্বর সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সরোবর। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মানতে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবরের গেট। নিচু পাঁচিলে পিন লাগিয়ে দেওয়া হয়েছে।
Chhath Puja 2021 : জেনে নিন এবছর ছট পুজোর দিনক্ষণ ও সূর্যকে অর্ঘ্য প্রদানের নিয়ম ...
কলকাতা পুলিশের পক্ষ থেকে নিয়মিং মাইকিং করা হচ্ছে ছট পুজো নিয়ে। সরোবরের বাইরে চলছে রীতিমতো নজরদারি। কড়া নজরদারি এড়িয়ে যাতে কেউ না ঢোকেন তা নিশ্চিত করতে তৎপর পুলিশ।