করোনাভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে আতঙ্কের মাঝেই দক্ষিণ আফ্রিকা (South Africa) সফর পিছিয়ে দেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শনিবার এই বিষয়ে বিশেষ বৈঠক করবে বিসিসিআই। কলকাতার ওই বৈঠকে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আলোচনা হতে পারে।
সূচি অনুসারে ৮-৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল Team India-র। নিউজিল্যান্ডের (Ind v NZ) বিরুদ্ধে মুম্বই টেস্ট খেলেই উড়ে যাওয়ার কথা ভারতীয় দলের। সূচি বদল করে ১৫-১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় যেতে চায় ভারত।
IPL retention : সবচেয়ে বেশি অর্থ দিয়ে ধরে রাখা হল কোন ৫ তরুণ তারকাকে?
দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট, তিনটি ওয়ান ডে আর্ন্তজাতিক, চারটি টি-২০ ম্যাচ খেলার কথা ভারতের। ১৭ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা সিরিজ।