T20 বিশ্বকাপে ভারতের খারাপ পারফর্মেন্সের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আরো বেশ কিছু বড় পদক্ষেপ করতে চলেছে BCCI। তার অন্যতম হল, Team India-India-র ODI দলের অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবনাচিন্তা।
Watch! T-20 Match: অবিশ্বাস্য! শেষ বলে 'হেরেও' কানাডার বিরুদ্ধে জয় আমেরিকার! দেখুন ভিডিও
প্রত্যাশামতোই, বিশ্বকাপে হারের পর বিরাট কোহলিকে (Virat Kohli) টি২০ বিশ্বকাপের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে (Rohith Sharma)। বোর্ডের একটি সূত্র NDTV-কে জানিয়েছে, এবার ৫০ ওভারের ক্রিকেটের অধিনায়কত্বের গুরুদায়িত্ব থেকেও কোহলিকে অব্যাহতি দেওয়ার কথা ভাবা হচ্ছে। নতুন অধিনায়ক করা হতে পারে রোহিতকে, সহ অধিনায়ক হতে পারেন কেএল রাহুল (KL Rahul)।
BCCI চায়, কোহলি তাঁর ব্যাটিংয়ে ফোকাস করুন। ফিরুন দুর্দান্ত ফর্মে। আগামী বছরের ১১ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। তার আগেই হতে পারে রদবদল।