টানা চার ম্যাচ জয়হীন সবুজ-মেরুন। বেঙ্গালুরুর বিরুদ্ধেও ড্র করল এটিকে মহন বাগান। ম্যাচের ফলাফল ৩-৩।
১৩ মিনিটের মাথায় প্রথম গোল করে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। কর্নার নিয়েছিলেন বুমোস। দুরন্ত হেডে গোল করলেন শুভাশিস। ১৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে বেঙ্গালুরুর হয়ে সমতা ফেরালেন ক্লেটন সিলভা। ২৫ মিনিটে কর্নার থেকে হেড করে বেঙ্গালুরুকে এগিয়ে দিলেন দানিশ ফারুক। ৩৭ মিনিটের মাথায় গোল শোধ করল এটিকে মোহনবাগান।
বিরতির পর ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন রয় কৃষ্ণ। ৭২ মিনিটে রোশন নাওরেমের ক্রস থেকে গোল করলেন বেঙ্গালুরুর প্রিন্স ইবারা।