'ঠাণ্ডা মাথায় পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে', শিতলকুচিতে কেন্দ্রীয়বাহিনীর গুলিতে নিহত চারজনের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই টুইট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েন। রিপোর্টে উল্লেখ করা চারজনের প্রত্যেকের মৃত্যুর কারণ টুইটে উল্লেখ করেছেন ডেরেক। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আগেই বলেছেন, 'এটি একটি পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর জন্য গণহত্যা । পোস্টমর্টেম রিপোর্ট থেকে স্পষ্ট । কোমরের উপরের অংশে সব আঘাত। '' প্রতিক্রিয়ায় বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ' ময়নাতদন্তের রিপোর্ট সব নয়। মাননীয়া উস্কানি মূলক ভাষণ দিয়েছিলেন কেন?