গত বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গোয়ার সানবার্ন ফেস্টিভ্যাল হয়েছিল ডিজিটালি। এবার অবশ্য তা নয়, আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সামনাসামনিই হবে উদযাপন। তবে করোনা আবহে ফেস্টিভ্যালের প্রবেশানুমতি মিলবে একমাত্র তাঁদেরই, যাদের করোনার দুটি টিকাই নেওয়া থাকবে।
১৫ তম সানবার্ন ফেস্টিভ্যালের থিম হল 'লাইফ ইজ কলিং', অর্থাৎ ডাকছে জীবন। দেশ বিদেশের প্রায় ৬০ জন শিল্পী আসছেন এই উৎসবে অংশ নিতে।
করোনা আবহে এই নাচ গানের উৎসবে যে সরকার নির্ধারিত সমস্ত রকম কোভিড বিধি মেনে চলা হবে, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে আয়োজকদের তরফে।