রবিবার সামনে এল হইচই এর জন্য তৈরি ব্যোমকেশ সিরিজের নতুন মরশুমের ট্রেলার।এবার হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘চোরাবালি’র কাহিনি।
এই চোরাবালির কাহিনী আগেও বড় পর্দায় এনেছিলেন ঋতুপর্ন ঘোষ। স্বাভাবিক ভাবেই সেই ছবির সঙ্গে তুলনা আসবেই। তুলনা আসবে সুজয় ঘোষ এবং অনির্বান ভট্টাচার্যের।
নতুন এই এপিসোডে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), ঋদ্ধিমা ঘোষ, সুপ্রভাত দাস ছাড়াও রয়েছেন অর্জুন চক্রবর্তী, ঊষসী রায়, চন্দন সেন। সিজন ৫ থেকে ব্যোমকেশ সিরিজের পরিচালনার দায়িত্ব নিয়েছেন সমীক হালদার।
চোরাবালির ট্রেলার কিন্তু বেশ জমাটি, এই দীপাবলিটা জমে উঠতেই পারে হইচইয়ের সঙ্গে।