বাঙালির কাছে দুর্গা পুজোর চারটে দিন খুব স্পেশাল, সে আপনি তারকাই হোন, অথবা নিতান্ত সাধারণ কেউ। পুজোয় নিজের নিজের মতো আনন্দ করেন সবাই।
তারকারা কে কেমন পুজো কাটাচ্ছে, আজকাল সব খবরই চলে আসে সোশ্যাল মিডিয়া মারফত। এই যেমন কোয়েল মল্লিক যে অষ্টমীর পুজোটা ভবানীপুরে নিজের বাড়িতেই কাটিয়েছেন, সে কথা সবাই জানেন। দুই পরিবারকে সঙ্গে নিয়ে একসাথে অষ্টমী স্পেশাল ছবিও তুলেছেন কোয়েল। সেই ফ্যামিলি ফটোর মধ্যমনি হল ছোট্ট কবির।
প্রিয়াঙ্কা সরকার ছেলের সঙ্গে নিজেরই হাউজিং এর পুজোর ছবি পোস্ট করেছেন। রচনা ব্যানার্জিও তাই। আরবানায় বন্ধু, পরিবার, আত্মীয় স্বজনদের সঙ্গেই অষ্টমী কাটালেন রচনা। ছবিও শেয়ার করলেন।
স্বস্তিকা মুখোপাধ্যায় পুজোর প্রথম দিনটা কাটিয়েছেন বোন অজপা এবং তাঁর পরিবারের সঙ্গে। মেয়ে অন্বেষাও ছিল সেখানে। পাথুরিয়াঘাটার বনেদি বাড়ির পুজোয় কাটানো বেশ কিছু ছবি ইন্সটায় শেয়ার করেছেন অজোপা। অভিনেত্রী সোহিনী সরকারকে দেখা গেল উত্তর কলকাতার আরেক বনেদি পরিবার কুণ্ডু বাড়ির পুজোয়। সঙ্গে ছিলেন বিশেষ বন্ধু রণজয়।