বিশ্বের সব অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুব জনপ্রিয় ইয়ান ফ্লেমিং এর সৃষ্ট কাল্পনিক চরিত্র ‘জেমস বন্ড’ । শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেইগ , জেমস বন্ডের যেকোনো নতুন ছবির জন্য সারা পৃথিবীর দর্শকরা অপেক্ষা করে।
ড্যানিয়েল ক্রেইগ জেমস বন্ড সিরিজের পাঁচটি ছবিতে অভিনয় করেছেন। ‘নো টাইম টু ডাই’ -এর পর আর তাঁকে দেখা যাবে না বন্ড হিসেবে। এই ছবিতে ড্যানিয়েল ক্রেইগকে একজন অবসরপ্রাপ্ত এজেন্টের চরিত্রে দেখা যাবে।
কাজের থেকে অবসর নিয়ে নিরুপদ্রব জীবন কাটাতে চাওয়া বন্ডের জীবনে হঠাত্ করেই এসে পড়ে কালো মেঘ। জেমস বন্ড জড়িয়ে পড়ে Project Heracles-র রহস্য উদ্ঘাটনে।
ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। লকডাউনে বহুদিন আটকে ছিল ছবি মুক্তি। তবে সবুরে মেওয়া ফলেছে। প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছেন ক্রেইগ। রোম্যান্স, অ্যাকশন, বিস্ফোরণ এবং বিশ্বাসঘাতকতা—কী নেই! স্ক্রিনের থেকে নজর ফেরাতে পারবেন না দর্শক। নো টাইম টু ডাই, এখনও পর্যন্ত বন্ড সিরিজের দীর্ঘতম ছবি। স্ক্রিন টাইম ২ ঘন্টা ৪৩ মিনিট। বন্ড হিসেবে বিদায় নিচ্ছেন ক্রেইগ, তবে এই ছবি দিয়েই যেন আজীবন কোটি কোটি দর্শক তাঁকে মনে রেখে দেয়, তা নিশ্চিত করেছেন ক্রেইগ।