বেশ কিছু দিন ধরেই আলোচনায় পরিচালক অনীক দত্তের পরবর্তী ছবি অপরাজিত। সম্প্রতি সেই ছবিতেই সত্যজিৎ হিসেবে জিতু কমলের ফার্স্ট লুক প্রকাশ্যে আনল একটি বাংলা দৈনিক। আর তা নিয়েই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। জিতু কমল যেন অবিকল সত্যজিৎ রায় (Satyajit Ray)। এমন নিখুঁত লুক কিছুটা যেন অপ্রত্যাশিতই।
শেক্সপিয়রের রচনা নিয়ে হইচই-তে অনির্বাণ, মুক্তি পেল মন্দার-এর ট্রেলার
ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল আবীর চট্টোপাধ্যায়ের। সম্ভবত, ডেট না মেলায় মানিক বাবুর চরিত্রে অভিনয়ের জন্য অনীক দত্ত বেছে নেন অভিনেতা জিতু কমলকে।
বড় পর্দার জনপ্রিয় অভিনেতার বিকল্প টেলিভিশন স্টার? কিছুটা যেন নাক সিটকেছিল দর্শক। কিন্তু অপরাজিতর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই প্রাথমিক নাপসন্দ ভাব কেটেছে সত্যজিৎপ্রেমীদের। সকলেই বলছেন, ভূতের ভবিষ্যৎ, মেঘনাদ বধ কাব্যের পরিচালকের কাছ থেকে প্রত্যাশা বেড়ে গেল আরও অনেকটা।