তন্ময় ভট্টাচার্যের পর এবার কান্তি গঙ্গোপাধ্যায়। ফের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন এক সিপিএম নেতা। সেই সঙ্গে প্রকারান্তরে নাম না করে বিজেপিকে আটকাতে তৃণমূলের সঙ্গে বামপন্থীদের জোটের পক্ষে সওয়াল করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রায়দিঘির সিপিএম প্রার্থী। এবিপি আনন্দকে বুধবার প্রবীন সিপিএম নেতা বলেন, "এই নির্বাচনী বিপর্যয়ের বস্তুনিষ্ঠ সমালোচনা করতে হবে। রাজ্যের মানুষ ধর্মীয় ফ্যাসিবাদকে আটকাতে বামপন্থীদের উপর ভরসা রাখতে পারেননি৷ তাঁরা তৃণমূলকে ভরসা করেছেন। মানুষের রায়কে আমি কুর্নিশ জানাই।" বিজেপিকে আটকাতে রাজ্যের সব ধর্মনিরপেক্ষ শক্তিকে এক হতে হবে বলে মতপ্রকাশ করেছেন কান্তিবাবু৷ তাঁর কথায়, "ধর্মীয় ফ্যাসিবাদকে রুখতে আমরা বিহারে আরজেডি বা তামিলনাড়ুতে ডিএমকের মতো দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে জোট করেছি। বাংলাতেও তা করতে হবে।" আইএসএফের সঙ্গে জোট নিয়ে রাজ্য কমিটিতে কোনও আলোচনা হয়নি বলে দাবি করেন কান্তিবাবু।