ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ভরসা রাখল বাংলা। দিনভর ভোট গণনার শেষে কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২৯২ আসনের মধ্যে ২১৪ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। ছিয়াত্তরটি আসনে এগিয়ে আছে বিজেপি। সংযুক্ত মোর্চা একটি এবং অন্যান্যরা পেয়েছে একটি আসন। কমিশন সূত্রের খবর এখনও বেশকিছু কেন্দ্রে পূর্ণগণনা চলছে। সোমবারই স্পষ্ট হয়ে যাবে কোন দল কত আসনে জয় লাভ করল।