বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ীকে ভক্ত হিসেবে পেয়েছেন বলিউদের বাদশা শাহরুখ খান। কথাটা এতদিন চাপাই ছিল। প্রকাশ্যে এনেছেন মালালা ইউসাফজাই (Malala Yousafzai) এর স্বামী আসার মালিক (Asser Malik)। সদ্য বিয়ে করেছেন দুজনে। তারপরই শাহরুখ ভক্ত মালালাকে নিয়ে নতুন করে হইচই ভারতীয়দের মধ্যে।
মালালার বিয়ে নিয়ে কটাক্ষ তসলিমার, লেখিকার সমালোচনায় সরব নেটিজেনরা
তবে আসার কিন্তু এই কথা সামনে এনেছিলেন বেশ ক'মাস আগেই। তখনও তাঁদের নিকাহ হয়নি, মালালার স্বামী হিসেবে নতুন পরিচয়ও হয়নি। জুলাই মাসে মালালার ২৪ বছরের জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি টুইট করেন আসার। হবু মিয়াঁ বিবির পাশেই কিং খানের কাট আউট। আর আসার রসিকতা করে লিখেছিলেন, সঙ্গত কারনেই এসআরকে কে আসতে হয়েছে ক্যামিও রোলে।
মাস চারেক পর নতুন করে ভাইরাল হয়েছে সেই ভিডিও।