শেষ লগ্নের প্রচারে গেরুয়া শিবিরের পক্ষে ঝড় তুলতে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবার তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমে মোথাবাড়ি কেন্দ্রে একটি জনসভা করবেন মিঠুন। এরপর মহাগুরু যাবেন হবিবপুরের জনসভায়৷ সেখান থেকে রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে সুদর্শনপুর থেকে কসবা গেট এলাকা পর্যন্ত রোড শো করবেন তিনি। মিঠুনের কর্মসূচিতে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরিরও।