কখনও 'ঢাকের তালে কোমর দোলে', কখনও আবার 'ও ঠাকুর যেও না বিসর্জন', পুজোর চারটে দিন বাঙালি একেক বার ডুবে থেকেছে, একেক রকম পুজোর গানে। গান ছাড়া পুজো হয় নাকি। এই পুজোতেও আসতে চলেছে সেরকমই কিছু চমক।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে মুক্তি পাচ্ছে পুজোর গান 'দুগ্গা মাঈকী জয়'। প্রযোজনা সংস্থার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা হয়েছে গানের একাধিক টিসার, পোস্টারও। পোস্টারে দেখা মিলেছে অভিনেতা বিশ্বনাথ বসু, ধ্রুব সরকার ও অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের। গান গেয়েছেন জিষ্ণু ও নীলাঞ্জনা দে।
পুজো মানে আসলে উৎসব, আনন্দ, জাত ধর্ম বর্ণ ভুলে বেঁধে বেঁধে থাকা, এই বার্তাই দেওয়া হয়েছে গানে গানে।