অবশেষে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যে বন্যা আতঙ্কের মধ্যেই খুশির কথা শুক্রবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর। পাশাপাশি রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এই মুহূর্তে ঝাড়খণ্ড ও বিহারের উপরে সুস্পষ্ট এক নিম্নচাপ অবস্থান করছে। শুক্রবার সেটি শক্তি হারিয়ে ফের একবার ঘূর্ণাবর্তে পরিণত হবে। তবে সেটির গতিপথ বদলে ফের রাজ্যে প্রবেশের আশঙ্কা রয়েছে। ফলে শুক্রবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার উত্তরের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি।