জীবন গিয়েছে চলে আমাদের কুরি কুড়ি বছরের পাড়। এমন সময় ফের বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধবেন সানি দেওল আমিশা পাটেল। ২০০১ এর সুপারহিট রোমান্টিক ছবি গদর, এক প্রেম কথা-র সিকোয়েল তৈরি হতে চলেছে শেষমেশ।
গদর ২ বানানোর ভাবনা গত ১৫ বছর ধরে ঘুরপাক খাচ্ছিল পরিচালক অনিল শর্মার মাথায়। এই খবর শোনার পর হিন্দি সিনেপ্রেমীরা ইতিমধ্যে ডুব দিয়েছেন দু' দশক আগের নস্ট্যালজিয়ায়। গদর সিনেমার প্রেক্ষাপট ছিল ৪৭ এর দেশভাগ। সিকোয়েলের প্রেক্ষাপটেও ভারত-পাকিস্তান ফ্যাক্টর থাকছেই। তবে এ গল্প তিনজনের। তারা (সানি), সাকিনা (আমিশা) এবং ওদের ছেলে জিত এর। বাকি কিছু এখনই বলতে নারাজ পরিচালক।