রাজধানীতে বেলাগাম করোনা সংক্রমণ। হাসপাতালে হাসপাতালে অক্সিজেনের চরম হাহাকার। পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রাজ্যের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই পরিস্থিতিতেই ৭০ টন অক্সিজেন নিয়ে রায়গড়ের জিন্দাল স্টিল ওয়ার্ক প্ল্যান্ট থেকে রবিবার রাতে দিল্লি রওনা দিচ্ছে চলেছে অক্সিজেন এক্সপ্রেস। সোমবার রাতে দিল্লি পৌঁছবে এই ট্রেন।রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা জানিয়েছেন, অঙ্গুল ,কলিঙ্গনগর,রউরকেল্লা ও রায়গড় থেকে দিল্লিতে মেডিক্যাল অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।