West Bengal Weather: অবশেষে বঙ্গে বৃষ্টি বিদায়। ক্রমশ বাড়বে শীতের আমেজ। গত কয়েকদিনের দুর্যোগের পর আবহাওয়ার উন্নতি দেখছে হাওয়া অফিস(weather forecast)। কাল থেকে কমবে রাতের তাপমাত্রা। সব মিলিয়ে সামান্য হলেও ফিরবে শীতের আমেজ। আগামী ৪ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে, অনুমান হাওয়া অফিসের।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঠাণ্ডার আমেজ রয়েছে উত্তরের শহর শিলিগুড়িতেও। তবে কুয়াশার দেখা নেই। ঝলমলে আকাশ, বইছে হিমেল হাওয়া।