কলকাতাসহ(Kolkata) দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই আবার তাপমাত্রা(Temperature) বাড়ার সম্ভাবনা। ফলে যথারীতি কমবে শীত। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Weather Department)।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে জেলার পাশাপাশি কলকাতা শহরেও উত্তুরে হাওয়ার দাপটে জাঁকিয়ে পড়েছে শীত।
এর পাশাপাশি আরব সাগর(Arabian Sea) ও বঙ্গোপসাগরের(Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপের ফলে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপ যদি ঘূর্ণাবর্তে পরিণত হয় তবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গও প্রবল বৃষ্টিতে ভাসতে পারে।
আরও পড়ুন- Board Exam during corona: করোনার বাড়াবাড়িতে কি আবার বন্ধ হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কী বলছে পর্ষদ?
যদিও আবহাওয়া দফতর(Weather Department) সূত্রে খবর, পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই বরফ পড়তে শুরু করেছে। এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রা।