বুধবার কলকাতার(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর(Weather Department) সূত্রে খবর, আগামীকাল থেকেই বাড়তে চলেছে তাপমাত্রা(Temperature)। এর মধ্যেই শনিবার থেকে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনার(Rain Forecast) কথা জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, থাইল্যান্ডের(Thailand) কাছে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ(Depression)। শুক্রবারের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে(Cyclone) পরিণত হতে পারে। সৌদি আরব(Saudi Arabia) এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে 'জাওয়াদ'। এর ফলে শনি-রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারি বৃষ্টির(Heavy Rain) সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- India Covid Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৮,৯৫৪, মৃত্যু হয়েছে ২৬৭ জনের
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং উপকূলসংলগ্ন জেলাগুলিতে(Coastal District) ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।