ঘূর্ণিঝড়ের(Cyclone) জেরে রাজ্যে আটকে গিয়েছে শীত, বেড়েছে তাপমাত্রা(Temperature)। বৃহস্পতিবার কলকাতায়(Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ।
ঘূর্ণিঝড় জাওয়াদের শনিবার সকালেই অন্ধ্র-ওড়িশা উপকূলের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা। এর ফলে সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে(Coastal District) ভারি বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। শনি রবি ও সোমবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের(Fisherman)।
আরও পড়ুন- Train Cancelled: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় হাওড়া থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন
পাশাপাশি NDRF, SDRF টিমকেও মোতায়েন রাখা হয়েছে। দীঘা(Digha), মন্দারমণি(Mandarmani), তাজপুরে(Tajpur) পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারি বৃষ্টির পাশাপাশি পাশাপাশি বৃষ্টি হবে হাওড়া(Howrah) এবং কলকাতাতেও(Kolkata)।