আগামী বেশ কয়েকদিন আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার আশঙ্কা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস(Alipore Weather Office)। তবে আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রার(Temperature) কোনও পরিবর্তন হবে না বলেই জানা গেছে।
বেশ কিছুদিন ধরে শীতের(Winter) ঝোড়ো ব্যাটিং দেখেছে বঙ্গবাসী। পরপর দু’দিন কলকাতায়(Kolkata) ১১ ডিগ্রিতে নেমেছিল পারদ। তবে বুধবার কলকাতার(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয় ১৩.২ ডিগ্রি সেলসিয়াস; যদিও তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম।
আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Department) পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা(Temperature) বাড়ার সম্ভাবনা রয়েছে। ২৫ ডিসেম্বর, বড়দিনের(Chirtsmas) পর থেকে তাপমাত্রা অনেকটাই বাড়ার সম্ভাবনা। আবহাওয়া দফতর(Weather Department) সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতিতে উত্তুরে হাওয়া কিছুটা বাধা পেতে পারে। তার জন্যই বাড়তে পারে তাপমাত্রা(Temperature)।