সুশান্ত সিং রাজপুতের আকস্মিক আত্মহত্যার পর থেকেই রাতারাতি শিরোনামে লাইমলাইটে চলে আসেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। গুগল বলছে, ২০২০ সালে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে রিয়ার নামই। এবার সেই রিয়াকে কি সত্যিই দেখা যাবে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের প্রতিযোগী হিসেবে? মুম্বইতে সেরকমই জল্পনা। সম্প্রতি মুম্বইয়ের আন্ধেরির এক স্টুডিওতে রিয়াকে দেখা গিয়েছে। একই সঙ্গে সেই স্টুডিওতে তখন ছিলেন বিগবস সিজন ১৫ এর আরেক প্রতিযোগী তেজস্বী এবং প্রাক্তন প্রতিযোগী দিলিজিত কৌরকে দেখা যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছে।
তবে অভিনেত্রীর তরফে তেমন কিছুই এখনও জানানো হয়নি। ২ অক্টোবর থেকে টেলিভিশনে সম্প্রচার শুরু হবে বিগবস সিজন ১৫ এর। এখনও পর্যন্ত যে সকল প্রতিযোগীর নাম নিশ্চিত হয়েছে, সেই তালিকায় রয়েছেন শমিতা শেট্টি, প্রতীক সেহজপাল, নিশান্ত ভাট, করণ কুন্দ্রা, তেজস্ব্বী, সিম্বা নাগপাল, আফসানা খানেরা।